বিজ্ঞাপন
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলার চারজন শ্রেষ্ঠ ‘অদম্য নারী’কে সংবর্ধনা প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন: মুকসুদপুরের ফাহিমা বেগম, কোটালিপাড়ার মেরেজান, কনিকা রানী দে এবং গোপালগঞ্জ সদরের জাকিয়া সুলতানা।
গোপালগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত ‘অদম্য নারী পুরস্কার’ শীর্ষক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, গোপালগঞ্জ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবউল্লাহ। সভাপতির দায়িত্ব পালন করেন মহিলা বিষয়ক অধিদপ্তর, গোপালগঞ্জের উপপরিচালক লাখসানা লাকী।
এবারের বেগম রোকেয়া দিবসের প্রতিপাদ্য ছিল: “নারী ও কন্যার প্রতি সহিংসতা রোধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান তার বক্তব্যে বলেন, “বেগম রোকেয়া তাঁর লেখনী ও কর্মের মাধ্যমে বাংলার নারীদের অধিকার আদায়ে ও সমাজে প্রতিষ্ঠিত হতে উৎসাহিত করেছেন। তাঁর আদর্শকে সামনে রেখে সরকার নারীর ক্ষমতায়ন এবং সমাজের সর্বস্তরে নারীদের সম-অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে।” তিনি সংবর্ধনাপ্রাপ্ত অদম্য নারীদের সমাজের জন্য অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে তাদের অভিনন্দন জানান।
সভাপতির বক্তব্যে লাখসানা লাকী বলেন, “মহিলা বিষয়ক অধিদপ্তর নারী অধিকার প্রতিষ্ঠা ও নির্যাতন প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারীদের প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করে একটি সমতাপূর্ণ সমাজ গড়তে সবার সহযোগিতা কামনা করছি।”
অনুষ্ঠানে সফল জননী, শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী, সমাজ উন্নয়নে অবদান রাখা, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু এবং অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মোট চারজন অদম্য নারীর হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি সকাল ১১:৩০ ঘটিকায় শুরু হয় এবং এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন নারী সংগঠনের নেত্রী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...