Logo Logo

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত


Splash Image

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুপ্রক, সনাক, ব্র্যাক, কারিতাস, সবুজ বাংলা ও টিএমএসএস-এর সহযোগিতায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় ইয়েস সদস্য আবু রাসেল ও শিক্ষক নাজমুন্নাহার যৌথভাবে সঞ্চালনা করেন। সভার সভাপতিত্ব করেন দুপ্রক সভাপতি এম এ হাকাম হিরা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন হিমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার খন্দকার আব্দুল আলিম, প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি এম এ মান্নান সোহেল, সাংবাদিক আব্দুল মমিন, সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর সভাপতি এস এম সাদরুল হাসান মাসুম এবং ইয়েস সদস্য সারোয়ার হোসাইন।

প্রধান অতিথি রেজওয়ানা আফরিন হিমি তাঁর বক্তব্যে বলেন, “সরকার আমাকে এই উপজেলার দায়িত্ব দিয়েছে। আমি আমার কর্তব্য অনুযায়ী কাজ করব এবং আপনাদের সহযোগিতা পেলে দূর্নীতি মুক্ত উপজেলার সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হব।”

উক্ত দিবসের বিশেষ আকর্ষণ ছিল দূর্নীতি বিরোধী শপথ পাঠ, যা পরিচালনা করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর সদস্য আলপনা সাহা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক, উপজেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ ইয়েস ও এসিজি সদস্যরা। এর আগে সকালেই মানববন্ধনের মাধ্যমে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের তাৎপর্য তুলে ধরেন সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...