Logo Logo

বেগম রোকেয়া দিবসে রাজাপুরে ‘সফল জননী’ পুরস্কার পেলেন আনোয়ারা খানম


Splash Image

ঝালকাঠির রাজাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সফল জননী ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন আনোয়ারা খানম।


বিজ্ঞাপন


তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও নয়া দিগন্ত পত্রিকার সিটি এডিটর আবু সালেহ আকন এবং বাংলা টিভি ঝালকাঠি জেলা প্রতিনিধি আবু সায়েম আকনের মা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় রাজাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিনটি পালিত হয়। “নারী–কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল বাংলাদেশ নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় তিনটি ক্যাটাগরিতে তিনজন নারীকে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হয়।

সফল জননী হিসেবে আনোয়ারা খানম ছাড়াও— শিক্ষা ও চাকুরি ক্যাটাগরিতে ইউরেকা নুর মিলি, আর্থিকভাবে স্বচ্ছলতা অর্জন ক্যাটাগরিতে সৈয়দা মাহফুজা আক্তার পুরস্কার লাভ করেন।

উপস্থিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে আয়শা সিদ্দিকা। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল্লাহ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জাইকা কর্মকর্তা মো. ইমরান আলী। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক আবু সায়েম আকনসহ স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত ও তাদের সক্ষমতা বৃদ্ধিতে পরিবার ও রাষ্ট্রের কার্যকর ভূমিকা অপরিহার্য। তারা আশা প্রকাশ করেন যে, ‘অদম্য নারী পুরস্কার’ নারীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...