Logo Logo

পাথরঘাটায় সাংবাদিকদের সাথে এনসিপির মনোনয়ন প্রত্যাশী বেল্লাল হোসেনের মতবিনিময়


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা-২ আসনে “জাতীয় নাগরিক পার্টি” (এনসিপি) নেতা ও দলটির মনোনয়নপ্রত্যাশী মোঃ বেল্লাল হোসেন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভা করেছেন।


বিজ্ঞাপন


সোমবার (৮ ডিসেম্বর) বিকাল ৫ টায় পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু সালেহ জসিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল আহসান সাকিব এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি নিজের রাজনৈতিক ভাবনা, লক্ষ্য-উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

মনোনয়ন প্রত্যাশী মো. বেল্লাল হোসেন বলেন, “আমি কাঁঠালতলী ইউনিয়নের এক অজপাড়াগাঁয়ের সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছি। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে ব্যবসা শুরু করি। বর্তমানে সাউথ স্টার গ্রুপ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছি। পাশাপাশি সমাজসেবা ও মানবিক কাজের সঙ্গে যুক্ত রয়েছি। ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পরিবর্তনের পর এনসিপি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছে। সেই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা-২ আসনে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। দেশের উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষায় তাঁদের ভূমিকা অনস্বীকার্য। আসন্ন নির্বাচনে দলীয় প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে জনগণের সেবা করাই হবে আমার প্রধান প্রতিশ্রুতি। তাই সকল সাংবাদিকদের সহযোগিতা আমার একান্ত কাম্য। ”

এছাড়াও তিনি সড়ক ও যোগাযোগ উন্নয়ন, স্মার্ট ট্রাফিক ব্যবস্থা, শিল্প ও কৃষি উন্নয়ন, শিক্ষা ও যুব উন্নয়ন, স্বাস্থ্যসেবা ডিজিটালাইজেশন, আবাসনসহ পরিবেশবান্ধব শিল্প এলাকা গঠনের মতো বিস্তৃত কর্মপরিকল্পনা তুলে ধরেন। বলেন, “সব স্কুল–মাদ্রাসায় স্মার্ট ক্লাসরুম প্রতিষ্ঠা, যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, নিরাপদ পানির নিশ্চয়তা এবং মাদক, ভূমিদস্যুতা ও সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পাথরঘাটার অবহেলিত জেলেশ্রেণীর জীবনমান উন্নয়নে বিশেষ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, “জেলেদের আধুনিক সুবিধা, নিরাপত্তা, বাজারব্যবস্থা এবং স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পাথরঘাটাকে পর্যটননির্ভর সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।”

সভার শেষে উন্নয়ন, সুশাসন ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বেল্লাল হোসেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...