বিজ্ঞাপন
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বরে পতাকা উত্তোলন, মানববন্ধন এবং পরবর্তী সময়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
চাটখিল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদের সঞ্চালনায় ও কমিটির সভাপতি দিদার উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান।
সভায় বক্তব্য দেন চাটখিল পৌরসভা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসাইন, পুলিশ কর্মকর্তা মুসলিম, চাটখিল পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, চাটখিল উপজেলা জামায়াতের সেক্রেটারি নূর হোসাইন রিয়াজ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, জাতীয় নাগরিক পার্টির সদস্য বিএম মেহেদী, স্বেচ্ছাসেবী ফজলে রাব্বী আবিদসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিজানুর রহমান বলেন, “সমাজের অসঙ্গতিগুলোও এক ধরনের দুর্নীতি। মজুদদারি, কালোবাজারি, সিন্ডিকেট করে দাম বাড়ানো—এসবই দুর্নীতির অংশ। সমাজের যারা ব্যক্তিগত জীবনে সততা ও নৈতিকতা ধরে রাখতে পেরেছেন, তারা কখনও দুর্নীতিতে জড়াননি। সচেতনতা বৃদ্ধি পেলে সমাজে দুর্নীতিও কমে আসবে।”
বক্তারা বলেন, দুর্নীতি রাষ্ট্রের অগ্রগতির অন্যতম প্রধান অন্তরায়। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্ম এবং নতুন সচেতন মহলের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। তাদের মতে, গণসচেতনতা ও নৈতিকতার চর্চা বাড়াতে পারলেই একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় সুধীজনরা অংশ নেন।
প্রতিবেদক- মোঃ হাসান, চাটখিল, নোয়াখালী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...