Logo Logo

গুজব থেকে সতর্ক থাকার আহ্বান আসিফ নজরুলের


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের গুজব ও গীবত থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, প্রবাসীদের জন্য মোবাইল ফোন বহনের ক্ষেত্রে সরকারের নিয়মে কোনো কঠোরতা নয়, বরং সুবিধাই বাড়ানো হয়েছে। এখন প্রবাসীরা নিজ ব্যবহৃত ফোনের পাশাপাশি বিদেশ থেকে আরও দুটি নতুন মোবাইল সেট আনতে পারবেন, যা পূর্ববর্তী সরকারের সময়ে ছিল মাত্র একটি। তবে দুটির বেশি ফোন আনলে অতিরিক্ত সেটের ওপর কেবল কর দিতে হবে। এই সুবিধা পাবেন কেবল বিএমইটি অনুমোদিত প্রবাসীরা; অন্যদের জন্য আগের নিয়ম অপরিবর্তিত থাকবে।

তিনি আরও স্পষ্ট করেন, মোবাইল রেজিস্ট্রেশন নিয়ে নতুন কোনো আইন প্রণয়ন করা হয়নি। ১৬ ডিসেম্বর থেকে যে কেউ নতুন মোবাইল ব্যবহার শুরু করলে ৬০ দিনের মধ্যে সেটি রেজিস্ট্রেশন করতে হবে—এটি দেশের সকল নাগরিকের জন্য প্রযোজ্য নিয়ম, কোনো ব্যক্তিকে হয়রানি করার জন্য নয়। অবৈধ মোবাইল ব্যবহার বন্ধ করে অপহরণ, হুমকি, চাঁদাবাজি ও জুয়ার মতো অপরাধ দমনই এর উদ্দেশ্য।

ড. আসিফ নজরুল অভিযোগ করেন, কিছু মহল ভুলভাবে প্রচার করছে যে প্রবাসীরা দেশে মাত্র ৬০ দিন থাকতে পারবেন, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি মিথ্যাচার, গুজব ছড়ানো ও গীবতের বিরুদ্ধে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...