Logo Logo

সভাপতি সোহেল রানা, সম্পাদক ইশান আমান

সিরাজগঞ্জে জনতার দলের ২১ সদস্যের জেলা কমিটি ঘোষণা


Splash Image

জনতার দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সিরাজগঞ্জ জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন। এতে রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সোহেল রানাকে সভাপতি এবং মো. ইশান আমান উল্লাহকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।


বিজ্ঞাপন


গতকাল ৮ ডিসেম্বর (সোমবার) সকাল সাড়ে ১১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।

ঘোষণাকৃত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইমরান হোসেন ও মো. মজনু সরকার। দপ্তর সম্পাদক করা হয়েছে মো. শরিফুল ইসলাম সাকিবকে এবং ধর্ম বিষয়ক সম্পাদক করা হয়েছে মুফতি মো. আব্দুল বাকিকে। সমাজসেবা বিষয়ক সম্পাদক হয়েছেন মোছাঃ লিপি আক্তার এবং প্রচার সম্পাদক হয়েছেন মোছাঃ মেহেজাবিন। সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রেজা খান। এ ছাড়া ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হয়েছেন মো. আব্দুল আলিম স্যার। মো. সেলিম শেখ সহ-সাংগঠনিক সম্পাদক, মো. আব্দুল কাদের স্যার উন্নয়ন সম্পাদক এবং মো. হারুন শেখ সহ-উন্নয়ন সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

সহ-প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. মনিরুল ইসলাম মুন্নাফ ও মো. অলিদ তালুকদার। সহ-সমাজসেবা সম্পাদক হয়েছেন মো. মনিরুল ইসলাম মনি। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আতিকুল হাসান শুভ এবং সহ-কোষাধ্যক্ষ হয়েছেন মো. তানভীর হাসান। এ ছাড়া সহ-সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আহামেদ অনিক। সহ-ত্রাণ ও দুর্যোগ সম্পাদক হয়েছেন মো. সোহাগ সরকার এবং সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হয়েছেন মো. কাউছার হাসান।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল, সদস্য সচিব আজম খান, মুখপাত্র ও মুখ্য সমন্বয়ক মেজর (অব.) ডেল এইচ খানসহ অন্যান্য কেন্দ্রীয় নেতা।

দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল বলেন, “জনতার দল একটি সেবামূলক রাজনৈতিক সংগঠন। কৃষক, শ্রমিক, অসহায় ও দিনমজুরদের অধিকার আদায়ে কাজ করাই আমাদের উদ্দেশ্য। নবীন ও প্রবীণদের সমন্বয়ে দলটির কাঠামো গড়ে তোলা হয়েছে। গণতান্ত্রিক নির্বাচন, দুর্নীতি দমন, সামাজিক নিরাপত্তা, লিঙ্গসমতা, বৈষম্যহীনতা এবং শক্তিশালী পররাষ্ট্রনীতি—এসবই আমাদের মূল অঙ্গীকার।” তিনি আরও জানান, সাবেক সেনা কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের সাবেক নেতা, প্রাক্তন প্রশাসনিক কর্মকর্তা ও এনজিও পেশাজীবীদের সমন্বয়ে দলটি গড়ে উঠেছে।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার মো. সোহেল রানা বলেন, “আমি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (৬৩) আসন থেকে নির্বাচন করব, ইনশাল্লাহ। জনগণের সুখ-দুঃখে পাশে থাকব এবং সিরাজগঞ্জের জুট মিল চালুর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাব। জয়যুক্ত হই বা না হই, আমি মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। বেকারত্ব দূর করতেও কাজ করে যাচ্ছি ও ভবিষ্যতেও করব।”

ঘোষিত এই নতুন কমিটির মাধ্যমে সিরাজগঞ্জে জনতার দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন দলের নেতারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...