Logo Logo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত


Splash Image

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নানান আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন, সমন্বিত জেলা কার্যালয় দুর্নীতি দমন কমিশন ঠাকুরগাঁও ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যানারে এই দিবস পালিত হয়।

দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে দৃশ্যমান ও উন্মুক্ত স্থানে দুর্নীতিবিরোধী বাণী সম্বলিত স্থাপন, জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলণ, ফেস্টুন-বেলুন উড়ানো, দিবস উদ্বোধনের আনুষ্ঠানিক ঘোষণা, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয় এবং উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনার সভায় দুর্নীতিবিরোধী তথ্যচিত্র প্রদর্শণ করানো হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আব্দুর রশিদের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জীবন ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আজিজুল হক, উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা সমবায় অফিসার মো. মামুন কবীর প্রমূখ। এছাড়া সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ সুশীল নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অ্যাডভোকেট আহসান হাবীব সরকার।

আলোচনা সভায় সারাদেশে ঘটে যাওয়া বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম বিষয়গুলো তুলে ধরে দুর্নীতি মুক্ত দেশ গড়তে আগামী প্রজন্মের তরুণদের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...