বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে শহরের কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় উল্লাস চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ঝালকাঠি–২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম, ইসলামি আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজালাল হোসাইনসহ বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “সন্ত্রাস ও স্বৈরাচারের রাজত্ব বাংলার মানুষ আর মেনে নেবে না। তরুণ প্রজন্ম অতীতেও সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও যে কোনো স্বৈরাচারী শক্তিকে প্রতিহত করা হবে।”
এসময় তারা অভিযোগ করে বলেন, গত সোমবার মোল্লারহাট ইউনিয়নে জামায়াতে ইসলামীর প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে দলের এক কর্মীর ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। হামলার খবর পেয়ে ইউনিয়ন জামায়াতের নেতা প্রভাষক মনির হোসেন ঘটনাস্থলে গেলে তাকেও লাঞ্ছিত করা হয়।
হামলার ঘটনায় নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তারা নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...