বিজ্ঞাপন
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নির্বাচনের সময় দেশের নিরাপত্তা ব্যবস্থা এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।
তিনি বলেন, “দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য বাহিনীর প্রায় নয় লাখ সদস্য নিয়োজিত থাকবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য ইতোমধ্যেই রেকর্ডসংখ্যক দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।”
লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, “আমরা জানি, অনেকের নায্য দাবি-দাওয়া রয়েছে। গত দুই বছরে দুই হাজারের বেশি আন্দোলন ও বিক্ষোভের মাধ্যমে বিভিন্ন দাবি অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করা হয়েছে। সরকার সবসময়ই নায্য দাবিতে সাড়া দিয়েছে এবং আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সমাধানে পৌঁছানোর চেষ্টা করেছে। তবে বর্তমানে আমরা নির্বাচনমুখী সময়ে অবস্থান করছি। তাই সকলের যা কিছু দাবি-দাওয়া আছে তা নির্বাচন পরবর্তী সরকারের কাছে উপস্থাপনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। আশা করছি, এসময় কেউ দাবি-দাওয়া নিয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা বা স্বাভাবিক পরিবেশ বিঘ্ন করবে না।”
এভাবে নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং নিরাপত্তা বাহিনী নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সর্বোচ্চ দায়িত্ব পালন করবে বলে জানা গেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...