Logo Logo

আজ রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ, যেকোনো সময় তফসিল ঘোষণা


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। এদিনই বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করা হবে, যেখানে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে।


বিজ্ঞাপন


ইসি সূত্র জানায়, নির্বাচন প্রস্তুতির সবকিছুই ইতোমধ্যে সম্পন্ন। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “আমাদের সব প্রস্তুতি শেষ। তফসিল ঘোষণা এখন কেবল সময়ের ব্যাপার। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সিইসির ভাষণ রেকর্ড হবে, সেখানে তফসিল অন্তর্ভুক্ত থাকবে।”

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদও জানান, বুধবার দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে।

জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির নিবন্ধন স্থগিত রয়েছে। ফলে এ নির্বাচনে নৌকা প্রতীক ব্যালটে থাকছে না। নিবন্ধন স্থগিত থাকলে সংশ্লিষ্ট দল নিজ প্রতীকে ভোটে অংশ নিতে পারে না বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, “যেসব দলের নিবন্ধন বাতিল বা স্থগিত রয়েছে, তাদের প্রতীক ব্যালটে থাকবে না।”

এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী এবং দেশেই কর্মরত ভোটদায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারী ও কয়েদিরা আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। একইসঙ্গে কোনো জোট গঠনের পরও নিজ দলের প্রতীকের বাইরে অন্য প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ রাখা হচ্ছে না।

সর্বশেষ চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, মহিলা ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

ভোট গ্রহণের জন্য দেশের ৪২ হাজার ৭৬১টি কেন্দ্র ও ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোটকক্ষ প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলা ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি। দুই ভোট একসাথে হওয়ায় গোপন কক্ষ আরও বাড়তে পারে বলে ইসির ধারণা। ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

বিএনপি, জামায়াত, এনসিপিসহ নিবন্ধিত অর্ধশতাধিক রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিতে পারবে। তবে আওয়ামী লীগ বাইরে থাকলেও জাতীয় পার্টির অবস্থান এখনো স্পষ্ট নয়। ইসি সচিব আখতার আহমেদ জানান, “যেসব দলের নিবন্ধন রয়েছে, তাদের ভোটে অংশ নিতে কোনো বাধা নেই।” বর্তমানে ইসিতে নিবন্ধিত দল ৫৬টি, যা ভোটের আগেই আরও বাড়তে পারে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে আগাম প্রচার সামগ্রী সরিয়ে ফেলতে হবে। অন্যথায় আচরণবিধি লঙ্ঘনের কারণে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তফসিলের পরপরই মাঠে নামবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এবং গঠিত হবে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...