Logo Logo

বকশীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষিজমি দখলের চেষ্টা


Splash Image

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ধারারচর নয়া পাড়া এলাকায় আদালতের চলমান নিষেধাজ্ঞা অমান্য করে কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার একদল প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বাদী মোঃ নবী হোসেন (৬২) বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


বিজ্ঞাপন


অভিযোগে তিনি উল্লেখ করেন, তার নিজস্ব তফসিলভুক্ত কৃষিজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদীদের সাথে বিরোধ চলমান। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন (মামলা নং—২৫৩/২৫) থাকায় উক্ত জমির ওপর আদালত নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত ০৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ২টার দিকে ১ থেকে ৯ নম্বর বিবাদী একত্রিত হয়ে তার জমিতে প্রবেশ করে।

বাদীর দাবি, বিবাদীদের হাতে লাঠিসোটা, দা-চাপাতিসহ বিভিন্ন কৃষিযন্ত্র ছিল। তারা প্রকাশ্যে জমিটি “খারিজ করিয়ে নিয়েছে” বলে দাবি করে এবং খুব শিগগিরই প্রভাবশালী এক ব্যক্তির কাছে বিক্রি করবে বলে জানায়। বাধা দিতে গেলে বিবাদী গোলাম মোস্তফা (৬৮) ও মোকারিয়া (৪৫) প্রকাশ্যে বলেন—“জমি বিক্রি করবই, বাধা দিলে খুন করে লাশ গুম করে ফেলব।”

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, বিবাদী তয়েন মিয়া (৩০) ও ওয়াজ করুনী (৪০) বাদী ও তার পরিবারের সদস্যদের দিকে লাঠি উঁচিয়ে ভয় দেখান। মহিলা বিবাদীরা—হোসনা, সালমা, স্বপ্না ও সাথী—একযোগে গালিগালাজ করেন এবং ঘটনাকে ঘুরিয়ে দেওয়ার হুমকি দেন। এ সময় বিবাদীরা জমির সীমানা চিহ্ন নষ্ট করার চেষ্টাও করে বলে অভিযোগে উল্লেখ থাকে।

ঘটনার সময় বাদীর পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তাহীনতায় আতঙ্কিত হয়ে পড়েন। আদালতের নিষেধাজ্ঞা চলমান থাকা অবস্থায় জোরপূর্বক দখল চেষ্টার পাশাপাশি খুন-গুমের হুমকিতে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...