বিজ্ঞাপন
সভা শুরুর আগে নবাগত পুলিশ সুপার জেলার বিভিন্ন গণমাধ্যমের উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। পরবর্তীতে সাংবাদিকদের জন্য উন্মুক্ত আলোচনা পর্বের ব্যবস্থা করা হয়, যেখানে জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন, মতামত ও পরামর্শ তুলে ধরেন সংবাদকর্মীরা।
আলোচনা পর্বে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ মাদক, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর অপরাধসহ অন্যান্য অপরাধ দমনে জেলা পুলিশের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। পুলিশের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার মাধ্যমে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করার সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
তিনি পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন। সঠিক তথ্য তুলে ধরার পাশাপাশি নিরাপদ ও মাদকমুক্ত রাজবাড়ী গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান পুলিশ সুপার।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
প্রতিবেদক- স্বপন বিশ্বাস, রাজবাড়ী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...