Logo Logo

একাধিক মামলার আসামিকে গণপিটুনিতে হত্যা

বেগমগঞ্জে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন


Splash Image

নোয়াখালীর বেগমগঞ্জে একাধিক মামলার আসামি ফখরুল ইসলাম মনজু ওরফে ‘বলি’কে গণপিটুনিতে হত্যার ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।


বিজ্ঞাপন


বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় হত্যা মামলার অভিযুক্তদের স্বজন ও স্থানীয় গ্রামবাসী।

গত সোমবার সকালে বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামে বলিকে পিটিয়ে হত্যা করে এলাকার নির্যাতিত নারী-পুরুষরা। পুলিশ জানায়, নিহত বলি একাধিক মামলার আসামি এবং তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, নির্যাতন, ছিনতাই ও মাদক ব্যবসাসহ নানা অভিযোগ রয়েছে। নিহত বলি চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খালাসী বাড়ির বদিউজ্জামানের ছেলে।

ঘটনার পরদিন মঙ্গলবার নিহতের বাবা বদিউজ্জামান বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মানববন্ধনে অংশ নেওয়া খালেদা আক্তার বলেন, “বলি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। গত দুই-তিন বছর আমরা তার ভয়ে কথা বলতে পারিনি। সিএনজি আসলে যাত্রীদের নামিয়ে ছিনতাই করত। তার ভয়ে কেউ মুখ খোলার সাহস পেত না।”

ভুক্তভোগী আশরাফ আলী বলেন, “আমার ছেলেকে নষ্ট করার পেছনে বলিই দায়ী। ইয়াবা, গাঁজা সেবন থেকে শুরু করে মাদক ব্যবসা—সবই করত সে। তার অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল।”

আরেক বাসিন্দা আম্বিয়া খাতুন জানান, “আমাদের পাশের বাড়িতে সে টর্চার সেল বানিয়েছিল। কেউ প্রতিবাদ করলে সেখানে নিয়ে কারেন্ট শক দেওয়া হতো। মহিলারা দিনে দুপুরেও বের হতে ভয় পেতেন।”

গ্রামবাসীরা জানান, বহুদিনের নির্যাতনের প্রতিবাদে সোমবার গণপিটুনির ঘটনায় বলি নিহত হয়। কিন্তু এখন ওই ঘটনার জেরে হত্যা মামলা দিয়ে এলাকাবাসীকে হয়রানি করা হচ্ছে বলে তাদের অভিযোগ।

মানববন্ধন থেকে এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। একই সঙ্গে নোয়াখালীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি সুষ্ঠু তদন্তের ভিত্তিতে মামলা প্রত্যাহারের দাবি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...