Logo Logo

ফরিদপুরে মাদকের ঠাঁই নেই, জানালেন এসপি


Splash Image

ফরিদপুর জেলায় মাদক ও সন্ত্রাস নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন সদ্য যোগদানকৃত পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এই জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষায় কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন তিনি। বুধবার (১০ ডিসেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।


বিজ্ঞাপন


ফরিদপুর জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল সাংবাদিকদের সাথে তার প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়। সভার শুরুতেই এসপি নজরুল ইসলাম ফরিদপুরকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। তিনি বলেন, “ফরিদপুরে মাদক ও মাদক সংক্রান্ত যে কোনো অপরাধের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। মাদকের সাথে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতি কার্যকর থাকবে।” মাদক কারবারিদের শিকড় উপড়ে ফেলতে তিনি সংবাদকর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন।

শহরের জনদুর্ভোগের অন্যতম কারণ যানজট প্রসঙ্গেও কথা বলেন নতুন পুলিশ সুপার। তিনি জানান, ফরিদপুর শহরের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করা হবে। শিগগিরই এ বিষয়ে বিশেষ অভিযান ও উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে নগরবাসী স্বস্তিতে চলাচল করতে পারেন। পুলিশ প্রশাসন ট্রাফিক আইন বাস্তবায়নে আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় জেলার আইনশৃঙ্খলা রক্ষায় তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা চান এসপি। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন। এছাড়াও ফরিদপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা মতবিনিময় সভায় অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...