Logo Logo

আলফাডাঙ্গায় রাস্তার পাশ থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার


Splash Image

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় রাস্তার পাশ থেকে অজ্ঞাতনামা এক নারী (৫৫)–স্থানীয়দের কাছে ‘পাগলী’ পরিচয়ে পরিচিত–এর লাশ উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বকজুড়িগামী পাকা রাস্তার পাশে নিখিল ডাক্তারের ফাঁকাভিটায় লাশটি দেখতে পান এলাকাবাসী।

স্থানীয় কাদের মাস্টার, নজরুল ও রেজাউল প্রথমে ওই নারীর নিথর দেহ পড়ে থাকতে দেখে বিষয়টি চৌকিদার মো. লিয়াকতকে ফোনে জানান। পরে চৌকিদার ঘটনাস্থলে এসে আলফাডাঙ্গা থানা পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃত নারী দীর্ঘদিন ধরে ওই এলাকায় ঘুরে বেড়াতেন এবং তাঁর পরিচয় সম্পর্কে স্থানীয়দের তেমন কোনো তথ্য জানা ছিল না।

আলফাডাঙ্গা থানা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, মৃত্যুর কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে এবং ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...