Logo Logo

বগুড়ার শেরপুরে জামায়াতের প্রার্থী দবিবুর রহমানের গণসংযোগ


Splash Image

বগুড়ার শেরপুর পৌরসভা এলাকায় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান।


বিজ্ঞাপন


পৌর শহরের বাসস্ট্যান্ড ও শেরপুর হাট কেন্দ্রিক এ কর্মসূচির আয়োজন করে শহর জামায়াত।

গণসংযোগ চলাকালে তিনি স্থানীয় ভোটারদের কাছে উন্নয়নমুখী পরিকল্পনা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কার্যক্রমের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। একই সঙ্গে আসন্ন নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শেরপুর পৌর জামায়াতের আমীর আব্দুল খালেক সরকার, সেক্রেটারি হেদায়েতুল ইসলাম, যুব বিভাগের সভাপতি আবু তালহা, সেক্রেটারি মনিরুজ্জামানসহ যুব ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...