বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয়ের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, সিপিপির সহকারী পরিচালক আছাদুজ্জামান খান এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, গত বছরে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে এক বান করে ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা প্রদান করা হয়। পাশাপাশি শীতার্ত অর্ধশত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণসহ বিভিন্ন ধরনের শুকনো খাবার এবং কম্বল বিতরণ করা হয়েছে।
এই উদ্যোগে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পেয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...