Logo Logo

পাইকগাছায় ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


Splash Image

খুলনার পাইকগাছায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ শাহীনুর রহমান (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাছিয়াড়া গ্রামের মৃত ইছহাক গাজীর ছেলে।


বিজ্ঞাপন


বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোলবাড়ি মোড়ের মিজানুর রহমানের বালু মহলের পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানায়, শাহীনুর রহমান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি বিভিন্ন স্থান থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতেন এবং সুযোগমতো সেগুলো বিক্রি করতেন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ঘটনাটির পর পাইকগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রতিবেদক- মোঃ আসাদুল ইসলাম, পাইকগাছা, খুলনা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...