বিজ্ঞাপন
মানব পাচার প্রতিরোধে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে কার্যকর সমন্বয় স্থাপন এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সম্মেলন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় সাতক্ষীরার হোটেল টাইগার প্লাস সম্মেলন কক্ষে 'রূপান্তর' আয়োজিত 'আশ্বাস প্রকল্পের' আওতায় এই জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা মানব পাচার, বিশেষ করে নারী ও শিশু পাচারের মতো গুরুতর অপরাধ মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টা ও আন্তঃবিভাগীয় সমন্বয়ের ওপর জোর দেন।
রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। তিনি বলেন মানব পাচার প্রতিরোধে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলোর কথা তুলে ধরেন এবং তৃণমূল পর্যায়ে কমিটিগুলোর সক্রিয় ভূমিকার গুরুত্বারোপ করেন।
আলোচনায় অংশ নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খান মানব পাচার মামলার তদন্ত, ভুক্তভোগীদের সুরক্ষা এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার বিষয়ে পুলিশের কার্যক্রম ব্যাখ্যা করেন।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাজমুন নাহার পাচার হওয়া নারী ও শিশুদের আইনি সহায়তা এবং পুনর্বাসনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।এছাড়াও, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহাকারী পরিচালক ইকবাল হোসেন বিদেশে চাকরি দেওয়ার নাম করে সংঘটিত মানব পাচারের ঝুঁকি এবং নিরাপদ অভিবাসনের বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমের ওপর আলোকপাত করেন। শোভনালী ইউনিয়নের চেয়ারম্যান মাওঃ মোঃ আবু বকর ছিদ্দীক ইউনিয়ন পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থার কথা জানান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুর রহমান নিজ নিজ ক্ষেত্রে মানব পাচার প্রতিরোধে যুব সমাজ ও মহিলাদের সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন।
উইনরক ইন্টারন্যাশনালের রিজিওন্যাল কো-অর্ডিনেটর শেখ মাহমুদুল হাসান আশ্বাস প্রকল্পের মাধ্যমে পরিচালিত বিভিন্ন কার্যক্রম এবং আন্তর্জাতিক সহায়তার দিকগুলো ব্যাখ্যা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...