বিজ্ঞাপন
বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৪টার মধ্যে এ ঘটনা ঘটে।
পুলিশ ও র্যাবের প্রাথমিক ধারণা, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা বাসার বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। সেই সময় ডাকাতদের শব্দ টের পেয়ে গেলে লিপি খাতুনকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।
ঘটনার পর দুর্বৃত্তরা বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ, র্যাব-১৪ সিপিসি-০১, জামালপুর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন।
র্যাব-১৪, সিপিসি-০১ সূত্র জানায়, এলিট ফোর্সের এফএস টিম ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে এবং অজ্ঞাতনামা আসামিদের সনাক্ত ও গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...