Logo Logo

সরাইলে এমপি প্রার্থীদের উপরে হামলার ঘটনায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম- ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


এ উপলক্ষে সরাইল সদর ইউনিয়নের উচালিয়াপাড়া মোড় এলাকায় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরাইল সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এসে এক পথসভায় পরিণত হয়।

উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পলাশ এর সঞ্চালনায় ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কাঞ্চন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন যথাক্রমে উপজেলা বিএনপির সহ-সভাপতি আজমল হোসেন ছোটন, রফিকুল ইসলাম মানিক, যুগ্ম সম্পাদক আজিজুর রহমান সোহেব, দপ্তর সম্পাদক সালাউদ্দিন বিপ্লব, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শাহ আলম খন্দকার, সদর ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক জাকারিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন মিন্টু, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলাল মিয়া, উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব মীর ওয়ালীদ, উপজেলা জাসাস এর আহ্বায়ক রিপন ঠাকুর, সরাইল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও সদস্য সচিব ফখরুদ্দিন বিজয়, উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সদস্য সচিব ইমরান খান প্রমুখ।

উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ জিয়াউর রহমানের পরিচালনায় সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে উসমানী হাদীসহ সকলের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...