Logo Logo

শিরোপা জয়ের দ্বারপ্রান্তে গণ বিশ্ববিদ্যালয়


Splash Image

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে ৬-০ গোলের বড় ব্যাবধানে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়ে এবারের আসরের ফাইনালে পৌঁছেছে প্রথম আসরের চ্যাম্পিয়ন দল গণ বিশ্ববিদ্যালয় (গবি)। বিশ্ববিদ্যালয়ের হয়ে হ্যাটট্রিক গোল করেছেন সাইফ সামসুদ।


বিজ্ঞাপন


শনিবার (১৩ নভেম্বর) জাতীয় ফুটবল স্টেডিয়ামে দুপুর আড়াইটায় অনুষ্ঠিত ২য় সেমিফাইনাল ম্যাচে চট্টগ্রাম অঞ্চলের চ্যাম্পিয়ন চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির বিপক্ষে মাঠে নামে গণ বিশ্ববিদ্যালয়।

আজকের ম্যাচের শুরুতে শক্তির বিচারে দুই দলই সমানতালে লড়াই করলেও দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় গণ বিশ্ববিদ্যালয়। ম্যাচের ২৯তম মিনিটে সাইফ সামসুদের গোলে এগিয়ে যায় গণ বিশ্ববিদ্যালয়। প্রথমার্ধেই আরও একটি গোল করেন হীরা ঘোষ। এতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি।

খেলার দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরও বাড়িয়ে দেয় গণ বিশ্ববিদ্যালয়। রাফায়েল টুডুর ২ গোল ও সাইফ সামসুদের হ্যাটট্রিক গোলে একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে রাখে তারা। শেষ পর্যন্ত ৬-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে গণ বিশ্ববিদ্যালয়।

ম্যাচে গণ বিশ্ববিদ্যালয়ের অধিনায়কের দায়িত্ব পালন করেন মোহাম্মদ আরাফাত মিয়া। তবে ইনজুরির কারণে তাকে মাঠ ছাড়তে হয়।

টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন দল গণ বিশ্ববিদ্যালয় এবারের আসরেও শুরু থেকেই ধারাবাহিক ও আত্মবিশ্বাসী ফুটবল উপহার দিয়ে আসছে। খেলার দ্বিতীয়ার্ধে শৃঙ্খলাপূর্ণ রক্ষণভাগ, সমন্বিত মিডফিল্ড এবং ধারালো আক্রমণের নৈপুণ্য দেখিয়েছে দলটি।

ম্যাচজুড়ে গণ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফরোয়ার্ড ও উইঙ্গারদের নৈপুণ্যে আক্রমণভাগ ছিল কার্যকর ও প্রাণবন্ত। একই সঙ্গে মিডফিল্ডের নিয়ন্ত্রণ ও গোলরক্ষকের দৃঢ় পারফরম্যান্স চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ঘুরে দাঁড়ানোর সব প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।

ম্যাচ শেষে এদিন হ্যাটট্রিকসহ দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন গণ বিশ্ববিদ্যালয়ের সাইফ সামসুদ।

আগামী সোমবার (১৫ ডিসেম্বর) জাতীয় ফুটবল স্টেডিয়ামে ইস্পাহানি প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। শিরোপা নির্ধারণী এই ম্যাচে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিপক্ষে মুখোমুখি হবে গণ বিশ্ববিদ্যালয়। ম্যাচটি শুরু হবে বিকেল ২টা ৩০ মিনিটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...