বিজ্ঞাপন
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঝালকাঠি–বরিশাল আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করা হয়। এতে অল্প সময়ের মধ্যেই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচির ফলে বরিশাল ও খুলনাগামী রুটের দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের শতাধিক যানবাহন সড়কে আটকে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
অবরোধ চলাকালে আন্দোলনকারীরা সড়কের ওপর নামাজ আদায় করেন। পাশাপাশি গুলিবিদ্ধ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা শাখার সদস্য সচিব রাইয়ান বিন কামাল বলেন, “ওসমান হাদীর ওপর হামলাকারীদের এখনো গ্রেপ্তার করতে না পারা প্রশাসনের জন্য অত্যন্ত লজ্জাজনক। হামলাটি পরিকল্পিত। দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।” তিনি আরও জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের আটক করা না হলে দক্ষিণাঞ্চলের সড়ক ও নৌপথ অনির্দিষ্টকালের জন্য অবরোধ করে রাখার কর্মসূচি ঘোষণা করা হবে।
সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে। পরে অবরোধ প্রত্যাহার করা হলে ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...