বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির আব্দুল মতিন মেহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক সোহেল রানা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ইউনিট সভাপতি আবু বকর সিদ্দিক ফরহাদ, সরকারপাড়া ইউনিট সভাপতি সোহাইল এবং যুব ইউনিট সেক্রেটারি আরাফাত হোসেন রাকিব।
আয়োজকরা বলেন, বর্তমান সময়ে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে যুবকদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়, পাশাপাশি মানসিক বিকাশ ও নেতৃত্বগুণের বিকাশ ঘটে।
বক্তারা আরও বলেন, যুবকরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করা এবং সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সমাজ ও রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আয়োজনটিকে সাফল্যমণ্ডিত করেন।
প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...