Logo Logo

যথাযোগ্য মর্যাদায় মাগুরায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


Splash Image

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাগুরায় জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।


বিজ্ঞাপন


দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় মাগুরা শহরের নোমানী ময়দানে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওহাব, মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব মোঃ ওয়ালিদুজ্জামান সহ অন্যান্য অতিথিবৃন্দ।

আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের আদর্শে দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

এসময় মাগুরা জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- মোঃ রাজিব হোসেন, মাগুরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...