Logo Logo

গোপালগঞ্জে তিনটি অটোরিকশার সংঘর্ষে নারী-শিশুসহ আহত ৫


Splash Image

গোপালগঞ্জ শহরের ব্যস্ততম মডেল স্কুল রোডে আজ (রবিবার) বিকাল ৪টায় পরপর তিনটি অটোরিকশার সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানায়, মধুমতি বেকারির সামনে দুর্ঘটনাস্থলে প্রথম অটোরিকশাটি স্বাভাবিক গতিতে চলছিল কিন্তু পিছন থেকে পরপর দুটি অটোরিকশা এসে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।

তারা অভিযোগ করেছেন, একদিকে জনবহুল রাস্তায় ভীড়, অন্যদিকে চালকদের অনিয়ন্ত্রিত গতির কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, প্রশাসনের নজরদারির অভাবে শহরের বিভিন্ন রাস্তায় অটোরিকশা ও যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। এ কারণে ছোট-বড় দুর্ঘটনার সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...