Logo Logo

নালিতাবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


Splash Image

শেরপুর নালিতাবাড়ীতে সেঁজুতি বিদ্যানিকেতন ও উদীচী শিল্পীগোষ্ঠী'র আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।


বিজ্ঞাপন


রবিবার (১৪ ডিসেম্বর) সকালে সেঁজুতি বিদ্যানিকেতন প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত পরিবেশনায় জাতীয় পতাকা উত্তোলন করেন।

পরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু করা হয়। এসময় স্কুলে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোক র‍্যালি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে শিক্ষক শান্তি সাহার সভাপতিত্বে সেঁজুতি বিদ্যানিকেতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান ও উদীচী শিল্পীগোষ্ঠী নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুনীরুজ্জামান।

আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...