বিজ্ঞাপন
রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহেল রানা, জুলাই যোদ্ধা মারুফ আবেদীন এবং মো. এনামুল।
বক্তারা বলেন, গণতন্ত্র মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হামলা একটি পরিকল্পিত ও নিন্দনীয় ঘটনা। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, একটি বিশেষ মহল জুলাই যোদ্ধাদের টার্গেট করে ধারাবাহিকভাবে হামলা, নির্যাতন ও হয়রানি চালিয়ে যাচ্ছে। এর ফলে জুলাই যোদ্ধারা চরম নিরাপত্তাহীনতা ও হুমকির মধ্যে দিন কাটাচ্ছেন।
বক্তারা আরও বলেন, দেশ ও দেশের বাইরে থেকে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী এ ধরনের অপতৎপরতা চালিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
সমাবেশের পরবর্তী পর্বে শরীফ ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো. আব্দুর রহমান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...