Logo Logo

ফরিদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত


Splash Image

ফরিদপুরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।


বিজ্ঞাপন


আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, ফরিদপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম লাল, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস—বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের প্রাক্কালে দখলদার পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরাজয় নিশ্চিত জেনে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড চালায়। প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে।

বক্তারা আরও বলেন, এই হত্যাযজ্ঞের মূল উদ্দেশ্য ছিল স্বাধীনতা অর্জনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা বাঙালি জাতিকে মেধাশূন্য করে ফেলা, যাতে নবজাত রাষ্ট্রটি নেতৃত্ব ও দিকনির্দেশনাহীন হয়ে পড়ে। কিন্তু শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ বৃথা যায়নি। বাঙালি জাতি আজ প্রমাণ করেছে, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে একটি মানবিক, জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...