Logo Logo

নোয়াখালীর বেগমগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু


Splash Image

নোয়াখালীর বেগমগঞ্জে আম গাছ থেকে পড়ে মো. ইউছুফ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খোয়াজপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইউছুফ খোয়াজপুর গ্রামের চাপরাশি বাড়ির বাসিন্দা হাসানুরজ্জামানের ছেলে।

নিহতের জেঠাতো ভাই এ.কে. এম শাহজাহান জানান, সকাল ১০টার দিকে ইউছুফ খেতে ধানের বীজতলা তৈরির জন্য নিজেদের আম গাছের ডালপালা কাটতে গাছে ওঠেন। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে পাশের জলাধারের পানিতে পড়ে যান তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী জানান, নিজেদের গাছ কাটতে গিয়ে পড়ে যুবকের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...