বিজ্ঞাপন
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্র জানায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোররাতে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বসন্তপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেসিও-১০৮৪৯ নাঃ সুবেদার মো. হুমায়ুন কবির।
অভিযানকালে সীমান্তবর্তী এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি পিকআপ গাড়ি আটক করা হয়। তল্লাশি চালিয়ে পিকআপটির ভেতর থেকে ১ হাজার পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। এছাড়া উদ্ধারকৃত পিকআপ গাড়িটির আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ১৫ লাখ টাকা।
সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক মূল্য দাঁড়ায় প্রায় ৮৫ লাখ টাকা। তবে অভিযানের সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।
প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...