বিজ্ঞাপন
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার চতুল দক্ষিণ পাড়ার বাসিন্দা শরিফা বেগম (৭৫) তার পুকুরে লাশটি ভাসতে দেখেন। পরে তিনি শিশুটির পিতা এস.এম. খায়রুল আলমকে খবর দেন।
খবর পেয়ে পিতা এস.এম. খায়রুল আলম এবং ফুফু তাসলিমা বেগম (৪৬) পুকুর থেকে আয়শার মৃতদেহ উদ্ধার করে তাদের বসতবাড়ির সামনে রাখেন।
নিহত আয়শা আলম (৭) চতুল দক্ষিণ পাড়ার এস.এম. খায়রুল আলম ও সোনিয়া সুমির কন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর দুপুর অনুমানিক ১:৪৫ মিনিটের দিকে শিশুটি বাড়ি থেকে নিখোঁজ হয়। শিশুটির নিখোঁজের ঘটনায় তার পিতা ওই দিনই বোয়ালমারী থানায় একটি জিডি করেন।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
এ ব্যাপারে বোয়ালমারী থানা পুলিশ জানিয়েছে, শিশুটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিল। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...