Logo Logo

মনোহরদীতে গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের আয়োজনে ৫৫ তম মহান বিজয় দিবস উদযাপন


Splash Image

নরসিংদীর মনোহরদীতে গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার মনোহরদী বাসস্ট্যান্ডে অবস্থিত গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন এবং বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোহরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম, ম্যানেজার মো: আল মমিন হোসাইন সজিব,উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দীন বাদল,সাধারণ সম্পাদক খন্দকার সেলিম রেজা,অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...