বিজ্ঞাপন
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বদলকোট ইউনিয়নের ইসলামপুর এলাকায় আয়োজিত ওই দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
নিহত মোরশেদ আলম শিব্বির বদলকোট ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে প্রবাসী বিএনপি নেতা ছিলেন। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন এবং কয়েক মাস আগে দেশে আসেন। ছুটি শেষে তার পুনরায় সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। তিনি বদলকোট ইউনিয়নের মুরাইম গ্রামের খামার বাড়ির আবদুল হকের সন্তান।
বদলকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাওলানা জি এম ওমর ফারুক জানান, বিজয় দিবস উপলক্ষে স্থানীয় বিএনপির আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় মোরশেদ আলম শিব্বির হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে উপস্থিত নেতাকর্মীরা তাকে দ্রুত চাটখিল উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেলা সদরের আরেকটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
তার আকস্মিক মৃত্যুর খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
সাবেক ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম হাসান বলেন, “মোরশেদ আলম পারিবারিকভাবেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি এলাকায় দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করেছেন। তার হঠাৎ চলে যাওয়া আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে।”
মোরশেদ আলম শিব্বিরের মৃত্যুতে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন গভীর শোক প্রকাশ করে বলেন, “বিএনপি একজন ত্যাগী ও পরীক্ষিত নেতাকে হারিয়েছে। তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
প্রতিবেদক- মোঃ হাসান, চাটখিল, নোয়াখালী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...