বিজ্ঞাপন
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় গোপালগঞ্জ পৌরসভার উন্মুক্ত মঞ্চে জাতীয় সংগীতের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত-এর পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহানার পারভীন।
অনুষ্ঠানের মঞ্চসজ্জায় ছিল বিশেষ আকর্ষণ— একটি পুরানো মডেলের রেডিও’র বড় ছবি এবং লাল-সবুজের পটভূমিতে ‘১৫ ডিসেম্বর ২০২৫, ৬৪ জেলায় একসাথে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান’ লেখা ব্যানার, যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। গান পরিবেশনকারী দলগুলোর মধ্যে ছিল গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি, ত্রিবেণী গণ সাংস্কৃতিক সংস্থা, সুরসন্ধান শিল্পী গোষ্ঠী, উদিচী জেলা সংসদ, সোনার তরী শিল্পী গোষ্ঠী, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, বন্ধন শিল্পী গোষ্ঠী, অনিতা নৃত্যকলা এবং ঘুঙুর নৃত্যালয়।
এসময় জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ে জাতিকে সাহস, শক্তি ও প্রেরণা জুগিয়েছিল।
অনুষ্ঠানটির ভূয়সী প্রশংসা করেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। মনোমুগ্ধকর এই দেশাত্মবোধক সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...