Logo Logo

ফেনীর মহিপাল থেকে মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ, পরিবারে চরম উৎকণ্ঠা


Splash Image

ফেনীর মহিপাল এলাকা থেকে আয়েশা আক্তার শিউলি নামের এক নারী নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল আনুমানিক ৪টার দিকে তিনি মহিপাল এলাকার অস্থায়ী বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


নিখোঁজের পর থেকেই পরিবারে নেমে এসেছে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা। প্রিয় মানুষটির খোঁজ না পেয়ে স্বজনদের দিন কাটছে অনিশ্চয়তা, উৎকণ্ঠা ও বুকভাঙা অপেক্ষার মধ্য দিয়ে।

পরিবারের সদস্যরা জানান, আয়েশা আক্তার শিউলি মানসিকভাবে অসুস্থ। তিনি নিজের চলাফেরা ও পথঘাট সম্পর্কে খুব একটা সচেতন নন এবং প্রয়োজনীয় অনেক বিষয় মনে রাখতে পারেন না। এ অবস্থায় হঠাৎ নিখোঁজ হওয়ায় পরিবারের দুশ্চিন্তা আরও বেড়েছে।

বর্তমানে তিনি ফেনীর মহিপাল এলাকায় বসবাস করছিলেন। তার গ্রামের বাড়ি দাগনভূইয়া উপজেলার পৌরসভাধীন মাতুভূইয়ার ৭ নম্বর ওয়ার্ডে। স্বজনদের ভাষ্যমতে, নিখোঁজের দিন বিকালে তিনি বাসা থেকে বের হয়ে যাওয়ার পর সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

স্থানীয় শাহ পরান হোটেল থেকে খাবার নেওয়ার সময়ের একটি সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেলেও, সেখান থেকে তিনি কোন দিকে গেছেন—তা নিশ্চিত হওয়া যায়নি।

নিখোঁজ আয়েশা আক্তার শিউলির গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় তার পরনে ছিল হলুদ রঙের জামা, হলুদ রঙের ওড়না এবং হলুদ রঙের পায়জামা। এই বর্ণনার সঙ্গে মিল থাকা কোনো নারীকে কেউ দেখে থাকলে, সেটিই হতে পারে তার সন্ধান পাওয়ার গুরুত্বপূর্ণ সূত্র।

পরিবারের পক্ষ থেকে মানবিক আবেদন জানিয়ে বলা হয়েছে—কেউ যদি আয়েশা আক্তার শিউলির বিষয়ে কোনো তথ্য জানতে পারেন বা কোথাও তাকে দেখে থাকেন, তাহলে দয়া করে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

যোগাযোগের ঠিকানা:

চৌধুরী ম্যানশন (হোল্ডিং নং–২৫৭),

দক্ষিণ চাড়ীপুর, মহিপাল সরকারি কলেজের বিপরীত পার্শ্বে,

ফেনী পৌরসভা, ফেনী।

মোবাইল: ০১৮৮৭০৩৪২৭৫।

প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...