Logo Logo

নকলায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত


Splash Image

"দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে নকলা উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানী। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তারা নিরাপদ অভিবাসন এবং রেমিটেন্সের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হলো বিদেশ গমনে আগ্রহী যুবক-যুবতীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা। সরকারি বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে যোগ্য করে বিদেশে পাড়ি দিলে তা যেমন ব্যক্তিগত উন্নয়ন ঘটাবে, তেমনি বিদেশের মাটিতে বাংলাদেশের শ্রম শক্তির মান ও মর্যাদা বৃদ্ধি করবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান, শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়া স্থানীয় উদ্যোক্তা, বিদেশ যেতে আগ্রহী ব্যক্তিবর্গ, বিদেশ ফেরত রেমিটেন্স যোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারী রেমিটেন্স যোদ্ধারা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং দালালের খপ্পর থেকে বাঁচতে সরকারি নিয়ম মেনে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার আহ্বান জানান।

আলোচনা সভার আগে একটি সচেতনতামূলক র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রতিবেদক- মোঃ আরিফুর রহমান, শেরপুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...