বিজ্ঞাপন
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই ঘোষণার বিরুদ্ধে এক বিশাল মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় বোয়ালমারী রেল স্টেশন এলাকা থেকে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌরাস্তায় গিয়ে এক প্রতিবাদী পথসভায় মিলিত হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পথসভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা আরিফুর রহমান দোলনের তীব্র সমালোচনা করেন।
আন্দোলনের অন্যতম নেতা শাহাদাত হোসেন অনিক বলেন, “বিগত ১৭ বছর আওয়ামী লীগ দেশে গুম, খুন ও ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করেছিল। আমরা জানতে পেরেছি, সেই ফ্যাসিবাদের অন্যতম দোসর এবং ২ হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি ফরিদপুর-১ আসনে নির্বাচনের স্বপ্ন দেখছেন। ফরিদপুরের সচেতন জনগণ কোনোভাবেই একজন অপরাধীকে এই আসনে মেনে নেবে না।”
আরেক নেতা জনি তার বক্তব্যে বলেন, “আরিফুর রহমান দোলন ছিলেন আওয়ামী লীগের অন্যতম সুবিধাভোগী এবং শেখ হাসিনার ভ্যানগার্ড। এখন ভোল পাল্টে তিনি আবার নির্বাচন করতে চান। ফরিদপুরের জনগনের পক্ষ থেকে তাকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো।”
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আন্দোলনের নেতা মোঃ হাসান ও আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেকে।
সমাবেশ থেকে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আলটিমেটাম প্রদান করেন। তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরিফুর রহমান দোলনকে গ্রেফতার করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...