Logo Logo

গোপালগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপিত


Splash Image

"দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় 'আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫' উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব এস. এম. তারেক সুলতান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জের পুলিশ সুপার জনাব মো: হাবীবুল্লাহ্।

​আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতিতে প্রবাসীদের রেমিট্যান্সের অনবদ্য ভূমিকার কথা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে কারিগরি দক্ষতার কোনো বিকল্প নেই। দালালের মাধ্যমে অবৈধ পথে বিদেশ না গিয়ে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে দক্ষতা অর্জন করে এবং বৈধ পথে বিদেশ যাওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। এতে যেমন কর্মীর নিরাপত্তা নিশ্চিত হয়, তেমনি দেশও সঠিক অর্থনৈতিক সুবিধা পায়।

​বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার প্রবাসীদের পরিবারের নিরাপত্তা এবং যেকোনো আইনি প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় প্রবাসীদের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রচারণা এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...