বিজ্ঞাপন
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মাবাদ কপিলমুনি মেইন সড়কে (ফকির বাসা মোড়ে) মানববন্ধনে জমি মালিকদের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সড়কের পাশে কোটিপতির বাণিজ্যিক ভবন বাঁচাতে ভুল নকশা তৈরি করা হয়েছে। কপিলমুনি ফকির বাসা মোড়ে সড়কে বাঁক সরলীকরণের নামে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হলেও প্রকৃত সড়ক সরলীকরণ হচ্ছে না। প্রভাবশালী ব্যাক্তির বাড়ি ও দোকান ঘর রক্ষা করতে ভুল নকশা তৈরি করে মাদ্রাসাসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হচ্ছে। তার পরও বাঁক সরলীকরণ হচ্ছে না। কাদের স্বার্থে ও খুশি করতে এই ভুল নকশা তৈরি করে বাঁক করা হচ্ছে তা আমাদের বোধগম্য নয়। তার মানে আমাদের সাথে একধরনের তামাশা করা হচ্ছে। অবিলম্বে এই নকশা পরিবর্তন করে বাঁক সরলীকরণ করতে হবে।
মানববন্ধনে এডভোকেট দিপংকর সাহা দিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য শেখ ইমদাদুল ইসলাম, মাদ্রাসার জমি দাতা শেখ ইউনুছ আলী, শেখ সাহাবুদ্দিন, স্বেচ্ছাসেবক দলের শেখ আব্দুল কাদের, যুবদলের শেখ বাবু। জাফর আউলিয়া মসজিদের মুসুল্লিদের মধ্যে বক্তব্য রাখেন, ডাবলু হোসেন, মোঃ আতিয়ার রহমান প্রমুখ।
বক্তারা আরো বলেন, বর্তমান নকশায় সড়কের বাঁক সরলিকরণ করা হলে আরও ঝুঁকিপূর্ণ দুটি বাঁকের সৃষ্টি হবে। এতে সরকারি হাসপাতাল ও ডিগ্রি মাদরাসার সামনে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। অবিলম্বে নকশা পরিবর্তন করে সড়ক সোজা করার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
প্রতিবেদক- মোঃ আসাদুল ইসলাম আসাদ, পাইকগাছা, খুলনা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...