বিজ্ঞাপন
নিহত গৃহবধূ ফুলগাজী উপজেলার ১নং সদর ইউনিয়নের নিলক্ষী গ্রামের বাসিন্দা। তিনি ফুলগাজী বাজারের ব্যবসায়ী দাউদুল হক পাটোয়ারীর ভাতিজা মোহাম্মদ শিপনের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে মোহাম্মদ শিপনের সঙ্গে তার বিয়ে হয়।
এলাকাবাসী জানান, প্রসব বেদনা শুরু হলে প্রথমে তাকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে সেখান থেকেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। তবে জন্মের একদিন পরই নবজাতকটি মারা যায়। সন্তানের মৃত্যুর পরপরই গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৯ ডিসেম্বর) তিনি মৃত্যুবরণ করেন।
মা ও নবজাতকের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাহত পরিবার-পরিজন ও স্বজনরা। স্থানীয়দের মাঝে চলছে শোক আর কান্নার রোল।
প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...