বিজ্ঞাপন
শনিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার চরমান্দালীয়া ইউনিয়নের গাংকুলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সাত্তার মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে ইটবোঝাই ট্রলি নিয়ে যাওয়ার সময় গাংকুলপাড়া গ্রামের বেকারির মোড় এলাকায় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে চালক আসন থেকে ছিটকে পড়ে গাছের ডালের সঙ্গে আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...