Logo Logo

গোপালগঞ্জে ছাত্রশক্তির উদ্যোগে হাদীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা


Splash Image

গোপালগঞ্জে ভারতীয় আগ্রাসনবিরোধী আলোচনা সভা এবং ইনক্লাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর ‘জাতীয় ছাত্রশক্তি’ গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

গোপালগঞ্জ মডেল মসজিদে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেন জেলা শাখার আহ্বায়ক, সদস্য সচিবসহ অন্যান্য নেতা-কর্মী।

জোহর নামাজের পর অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা উল্লেখ করেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো বহিঃশক্তির হস্তক্ষেপ মোকাবিলায় তরুণ প্রজন্মকে সদা জাগ্রত থাকতে হবে।

আলোচনা শেষে ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। মরহুমের আত্মার মাগফেরাত ও শাহাদাত কবুলের প্রার্থনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় দেশের সার্বিক মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনায় সাধারণ মুসল্লিদের সাথে নিয়ে দোয়া করা হয়।

মাদ্রাসা ও এতিমখানায় কর্মসূচি মডেল মসজিদের কর্মসূচি সমাপ্ত করে সংগঠনের নেতা-কর্মীরা পার্শ্ববর্তী একটি মাদ্রাসা ও এতিমখানায় গমন করেন। সেখানে শিক্ষার্থীদের সাথে নিয়ে পুনরায় সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তি গোপালগঞ্জ জেলা শাখার বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

আয়োজকরা জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নে তাদের এই সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...