Logo Logo

ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত


Splash Image

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস. এম. আব্দুল হালিম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এছাড়া সভায় জেলার সারের মূল্যবৃদ্ধি ও সার সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কৃষি উৎপাদন সচল রাখতে এ সংকট নিরসনে সংশ্লিষ্ট দপ্তর ও অংশীজনদের একসাথে এগিয়ে আসার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

ফরিদপুর রেলস্টেশন সংলগ্ন বস্তি এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায়, তা রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়।

এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের চলমান ও পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর জোর দেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...