Logo Logo

স্থানীয় পর্যবেক্ষক নিয়োগের সময় বৃদ্ধি করলো ইসি


Splash Image

জাতীয় সংসদ নির্বাচন ও একইসঙ্গে অনুষ্ঠিতব্য গণভোট পর্যবেক্ষণের জন্য স্থানীয় পর্যবেক্ষক মোতায়েনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ প্রসঙ্গে, আগের নির্ধারিত সময়সীমা ২১ ডিসেম্বর পর্যন্ত হলেও, শেষ মুহূর্তে ইসি তা বৃদ্ধি করে ২৯ ডিসেম্বর পর্যন্ত করেছে।


বিজ্ঞাপন


রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন জানায়, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫-এর ৭.১.ক ধারা অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে পর্যবেক্ষক সংস্থাগুলোকে আবেদন করতে হবে। তবে এবার তফসিল ঘোষণার ১০ দিনের মেয়াদ শেষ হওয়ার পরও সময় বাড়ানো হয়েছে।

ইসি আরও জানিয়েছে, আবেদনপত্রে কোন কোন নির্বাচনী এলাকা বা আসনে কেন্দ্রীয় বা স্থানীয় পর্যায়ে পর্যবেক্ষণ করা হবে, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকতে হবে। নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাগুলোকে নির্ধারিত ছক ও আবেদনপত্রের নমুনা অনুযায়ী নিজস্ব প্যাডে (হার্ডকপি) আবেদন জমা দিতে হবে।

পর্যবেক্ষণে অংশগ্রহণের অনুমোদন লাভের পর পর্যবেক্ষকদের জন্য পরিচয়পত্র ও গাড়ির স্টিকার বিতরণ করা হবে। পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংগ্রহের সময় নিম্নলিখিত সত্যায়িত কাগজপত্র জমা দিতে হবে:

* এইচএসসি/সমমানের সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি

* জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি

* ফরম ইও-২

* ফরম ইও-৩ (অঙ্গীকারনামা), যথাযথভাবে পূরণ করা

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...