Logo Logo

বাংলাদেশ হাইকমিশনে হামলা নিয়ে দিল্লির বক্তব্য ‘প্রত্যাখ্যান’


Splash Image

ছবি : সংগৃহীত।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বিরুদ্ধে ঘটে যাওয়া হামলার ঘটনায় ভারতের ব্যাখ্যা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।


বিজ্ঞাপন


রোববার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, ভারতীয় প্রেস নোটে যা বলা হয়েছে তা “সম্পূর্ণভাবে প্রত্যাখ্যানযোগ্য।” তিনি বলেন, বিষয়টি যেমন সহজভাবে উপস্থাপন করা হয়েছে, বাস্তবে তা ততটা সরল নয়।

তিনি আরও বলেন, “বাংলাদেশের মিশন কূটনৈতিক এলাকার মধ্যে অবস্থিত। এটি বাইরের কোনো স্থানে বা কূটনৈতিক এলাকার প্রান্তে নয়। তারা বলছে, ২০–২৫ জনের একটি দল হামলা করেছে; সংখ্যা আরও বেশি হতে পারে। আমরা প্রশ্ন করি, একটি হিন্দু চরমপন্থি সংগঠনের ২৫ জনের দল এতদূর কীভাবে পৌঁছেছে? এটা স্পষ্ট যে, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত ছিল না। তারা হাইকমিশনের হুমকির বিষয়টি জানিয়েছে। এ ধরনের হুমকি দেয়া এবং আসা কখনও অনুমোদিত নয়।”

পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, “ঘটনাটি শুধু দুটো স্লোগান দেওয়ার বিষয় নয়। হাইকমিশনার এবং তার পরিবার সেখানে বসবাস করেন। তারা আতঙ্কিত হয়েছেন, কারণ নিরাপত্তার মাত্র দুজন কর্মী উপস্থিত ছিলেন, যাঁরা কার্যকরভাবে প্রতিরোধ করতে পারেননি। এটি সেই দেশের দায়িত্ব যে তারা নিরাপত্তা নিশ্চিত করে।”

তৌহিদ হোসেন আরও বলেন, বাংলাদেশের গণমাধ্যমে হামলার সঠিক তথ্য প্রতিবেদন এসেছে। তিনি বলেন, “যে প্রতিবেদন আমাদের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা মোটামুটি সঠিক। ভারতের দাবি যে তা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, তা সঠিক নয়।”

এছাড়া ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, “একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছেন। এটি সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয় সঙ্গে জড়ানোর কোনো মানে নেই। ইতিমধ্যে এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। এই ধরনের ঘটনা শুধু বাংলাদেশে নয়, এ অঞ্চলের অন্যান্য দেশেও ঘটে; প্রত্যেক দেশের দায়িত্ব যথাযথ ব্যবস্থা নেওয়া।”

ঢাকায় ভারতীয় দূতকে তলব বা কোনো নির্দিষ্ট ফরম্যাটে প্রতিবাদ জানানোর বিষয়ে তিনি বলেন, “ফরম্যাট নিয়ে আলাপ না করাই ভালো। আমরা ভারতের সঙ্গে যোগাযোগ রাখি এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। যা বলছি তা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে।”

বাংলাদেশ ভারতীয় মিশনকে ছোট করার পরিকল্পনা করছে কি না– এমন প্রশ্নে তিনি জানান, “যদি পরিবেশ এমন হয়, তবে আমরা সেটা করব। কিন্তু এখন পর্যন্ত আমরা ভরসা রাখছি যে, ভারত যথাযথ ব্যবস্থা নেবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...