বিজ্ঞাপন
শনিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার কাচিকাটা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ৫ ব্যক্তির প্রত্যেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রি করে আসছিল বলে স্থানীয়দের অভিযোগ ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কাচিকাটা ইউনিয়নে বিশেষ অভিযান চালায় উপজেলা প্রশাসন। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, ফসলি জমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে মাটি কাটার অপরাধে 'বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)' এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এই দণ্ডাদেশ প্রদান করা হয়েছে।
মনোহরদী উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, কৃষি জমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...