বিজ্ঞাপন
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে সোনাডাঙ্গা এলাকা দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি সরাসরি তার মাথায় লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপি-র যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। তিনি জানান, "এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।"
এ ঘটনার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। হামলার নেপথ্যে কারা রয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...