Logo Logo

পাইকগাছায় দুর্বৃত্তের লাগানো আগুনে চিংড়ি ঘেরের বাসা পুড়ে ছাই


Splash Image

খুলনার পাইকগাছায় একটি চিংড়ি ঘেরের পাহারার বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২২ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার দেলুটি ইউনিয়নের জিরবুনিয়া গ্রামের মাগুরা মৌজায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


দুর্বৃত্তদের দেওয়া এই আগুনে ঘেরের বাসায় থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ঘের মালিক আব্দুর রহিম গাজী (পিতা: বারিক গাজী) জানান, জিরবুনিয়া গ্রামের মাগুরা মৌজায় তাঁর ১৪ বিঘার একটি চিংড়ি ঘের রয়েছে। ঘের পাহারার জন্য সেখানে একটি ছোট বাসা ছিল। রোববার রাতে বাসায় কেউ না থাকার সুযোগে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বাসায় ছড়িয়ে পড়ে। এতে বাসায় থাকা যাবতীয় আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগী পরিবারের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের লক্ষাধিক টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও ঘের মালিক রহিম গাজীর ধারণা, প্রতিবেশী একজনের সাথে দীর্ঘদিনের শত্রুতার জেরে এই নাশকতামূলক ঘটনা ঘটানো হতে পারে। তবে তদন্তের স্বার্থে অভিযুক্তের নাম এখনো প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি আরও জানান, "এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দাখিল করা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

শেষ খবর পাওয়া পর্যন্ত, ক্ষতিগ্রস্ত পরিবার থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছিল।

প্রতিবেদক- মোঃ আসাদুল ইসলাম, পাইকগাছা, খুলনা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...